১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

পশ্চিম সুন্দরবন থেকে অস্ত্র গুলি সহ তিন বনদস্যু আটক

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধি:

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ বনদস্যুদের মধ্যে গুলি বিনিময় হয়।এক পর্য্যায় বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে নুর হোসেন বাহিনীর তিন সদস্যকে আটক করে ও এ সময় একটি ইয়ারগান, ২০ রাউন্ড তাজা বন্ধুকের গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব আলীর পুত্র রবিউল ইসলাম (২৮),খুলনা রুপসা এলাকার জয়পুর গ্রামের আঃ জব্বারের পুত্র শহিদুল ইসলাম (৩০) ও তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের আরশাদ আলীর পুত্র তবিবুর মোড়ল(২৪)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ও শনিবার সকালে এক অভিযান পরিচালনা করে, এসময় অস্ত্র সহ তিন বনদস্যু কে আটক করে।আটক বনদস্যুরা সুন্দরবনের নুর হোসেন বাহিনীর সদস্য,তিনি আরো বলেন,এঘটনায় অস্ত্র আইনে শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা নং ১৭।
রনজিৎ বর্মন

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ