১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:  

ঠাকুরগাঁও সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষক ফিরোজ আহম্মেদ (পাপ্পুর) বিরুদ্ধে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারসহ কয়েকটি দপ্তরে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, গত ১৮ অক্টোবর স্কুলশিক্ষক ফিরোজ আহম্মেদ পাপ্পু স্কুলে এসে সম্মতি না থাকা সত্বেও হীন উদ্দেশ্যে ওই ছাত্রীকে একটি কক্ষ পরিস্কার করতে বাধ্য করান। এসময় মেয়েটিকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এ ঘটনা কাউকে না বলতে হুমকি প্রদান করলে স্কুলছাত্রী ভয়ে বাড়িতে চলে যায়। পরে বাসায় মন খারাপ করে বসে থাকলে পরিবারের লোকজন তাকে বারবার জিজ্ঞেস করলে ঘটনাটি খুলে বলে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে অন্যান্য অভিভাবক সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে বিষয়টি অবহিত করে সুষ্ঠু বিচার দাবি করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দীনেশ চন্দ্র রায়, স্কুলের প্রধাণ শিক্ষক জগদীশ চন্দ্র রায় ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার নাসিমুল বারির শরনাপন্ন হয়। কিন্তু বিষয়টি তদন্ত না করে মিমাংসার চেষ্টা করলে সুষ্ঠু বিচার চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক এ কাজের সাথে লিপ্ত ছিল যার প্রমাণ দৃষ্টান্ত। এর আগেও তিনি এমন কাজে জড়িত ছিলেন। এ ধরনের অপরাধ ছাড় দেয়া হলে অন্যান্য শিক্ষকরা অপরাধ করতেই থাকবে। তাহলে শিশুদের নিরাপত্তা কোথায় এটাই প্রশ্ন। এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য সহকারি উপজেলা শিক্ষা অফিসার নাসিমুল বারিকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এখন তদন্ত রিপোর্ট দেন নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ২:১৩ অপরাহ্ণ