১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

রাজধানীতে বাসে বাসে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকটের মধ্যেও বাসে বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজধানীর প্রবেশপথ গাবতলীর আমিনবাজার ব্রিজের পাশে আজ রোববার সকাল থেকেই বাসসহ সব গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন রাজধানীর অভ্যন্তরে বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনগুলোর সংখ্যা হঠাৎ করে কমে গেছে। ফলে নগরীর বিভিন্ন স্থানে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।

সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, গাবতলী, শনির আখড়া, যাত্রাবাড়ী, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় চলাচলকারী গণপরিবহনের সংখ্যা কমে যায়। পরিবহনের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন বাসস্টপে অপেক্ষা করতে দেখা যায় শত শত মানুষকে। কিন্তু ভিড়ের চাপে অনেকেই পরিবহনে উঠতে পারছেন না।

যাত্রাবাড়ী এলাকায় রোকন নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা জানান, তাঁর অফিস শুরু হয় সকাল ১০টা থেকে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও বাস পাননি তিনি। ফলে সময়ের মধ্যে অফিসে পৌঁছানো সম্ভব হবে না। কোলে শিশু নিয়ে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তাসলিমা নামের এক নারী। তিনি জানান, সন্তানের চিকিৎসার জন্য শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাবেন তিনি। কিন্তু গণপরিবহন না পাওয়ায় যেতে পারছেন না।

কল্যাণপুর ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা জুয়েল রানা নামের এক ব্যক্তি বলেন, ঘণ্টাখানেক ধরে গুলিস্তান যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপক্ষা করছেন তিনি। স্বাভাবিকভাবেই রোববার রাস্তায় লোকজন ও বাসের চাপ বেশি থাকে। কিন্তু আজ উল্টো চিত্র। লোকজন থাকলেও গণপরিবহন তেমন নেই। ফলে অনেকে হেঁটে, রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। তবে রাস্তায় গণপরিবহন তেমন না থাকলেও সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারসহ অন্যান্য যানবহন চলতে দেখা গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ