২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪৭

বেরোবিতে ২৬-৩০ নভেম্বর ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি আবেদনের সময় গত শুক্রবার রাতে শেষ হয়েছে। এবছর ৬টি অনুষদ ভুক্ত ২১ বিভাগর ১৩শ ১৫টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৫৮ হাজার ৯শ ৬ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইব্রাহিম কবীর এ তথ্য জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ২০ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদনের সময় শুরু হয়ে ১০ নভেম্বর শেষ হয়। এতে ছয়টি অনুষদের মধ্যে এ ইউনিটে ১৩ হাজার ৬শ ১৯জন, বি ইউনিটে ১৫ হাজার ৪শ৫৫, সি ইউনিটে ৬ হাজার ৬শ ৯০ জন, ডি ইউনিটে ৮ হাজার ৬শ ৯৫ জন, ই ইউনিটে ৬হাজার ৮ ৮৯ এবং এফ’ ইউনিটে ৭ হাজার ২শ ৫৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

আগামী ২৬-৩০ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ