২৩শে জানুয়ারি, ২০২৬ ইং | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:১৮

হবিগঞ্জে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই এলাকায় আভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হরশপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। রবিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।

অন্যদিকে, একই উপজেলায় ইয়াবাসহ ফারুক মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ