১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

দিনাজপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকায় মো. শরীফ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের চান মিয়ার ছেলে। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরীফ শনিবার রাতে স্থানীয় রথ বাজার থেকে বাড়ি ফেরার পথে মিলনপুরে পৌঁছালে তাকে কুপিয়ে আহত করে রাস্তার ধারে ফেলে যায় দুর্বৃত্তরা।

তিনি জানান, পথচারীরা দেখতে পেয়ে শরীফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার তদন্ত ও জড়িতদের আটকে অভিযান চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১০:২৯ পূর্বাহ্ণ