শিল্প–সাহিত্য ডেস্ক:
আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব। দেশ-বিদেশের অসংখ্য সাহিত্যিক, কবি, সাংবাদিক, লেখক এবং প্রকাশকের সান্নিধ্যে আসার সবচেয়ে সেরা সুযোগ করে দেয় ঢাকা লিট ফেস্ট। সপ্তমবারের মতো এই আয়োজনে আরও যুক্ত হচ্ছে নতুন নতুন বই। এবারের উৎসবে প্রকাশিতব্য বইয়ের একটি তালিকা দেয়া হল
১. লাইব্রেরি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ইমদাদুল হক মিলনের লেখা দুইটি উপন্যাস। বইটি সম্পাদনা করেছেন অরুণাভ সিনহা এবং অনুবাদ করেছেন স্বাগত ঘোষ। বইটি ঢাকা ট্রান্সলেশন সেন্টার প্রকাশ করার উদ্যোগ নিয়েছে।
২. সিলেক্টেড পয়েমস অব কামাল চৌধুরী, বইটি সম্পাদনা করেছেন অরুণাভ সিনহা এবং অনুবাদ ও প্রকাশনা ঢাকা ট্রান্সলেশন সেন্টারের।
৩. ফিকশনাল নোভেল ধাঁচের বই নিয়ে আসছেন সাদ জেড হোসেন। বইয়ের নাম ‘জিন সিটি’। বেঙ্গল লাইটস’র ব্যানারে বইটি উৎসবে পাওয়া যাবে।
৪. নওশিন ইউসুফের কবিতার বই ‘নট এলিজি, বাট এরোস’ বইটিও উৎসবে বেঙ্গল লাইটস’র ব্যানারে পাওয়া যাবে।
৫. ছোট গল্পের বই নিয়ে আসছেন নাদিয়া কবির। বইটির নাম ‘ট্রুথ অর ডেয়ার’। প্রকাশনা সংস্থা বেঙ্গল লাইটস।
৬. ১৯৪৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে লেখা বই ‘মেময়ারস অব ডাক্কা ইউনিভার্সিটি: ১৯৪৭-১৯৫১ আসছে এবারের লিট ফেস্টে। বইটি লিখেছেন এজি স্টক এবং সম্পাদনা করেছেন খাদেমুল ইসলাম। বেঙ্গল লাইটস’র ব্যানারে বইটি উৎসবে পাওয়া যাবে।
৭. কায়জার হকের কবিতার বই আসছে এবার। বইটির নাম ‘পারিয়াহ অ্যান্ড আদার পয়েমস’
৮. প্রতিবারের মত এবারও আসছে ‘বেঙ্গল লাইটস ২০১৭’ সাহিত্য জার্নালের ৮ম সংস্করণ। সম্পাদনা করেছেন খাদেমুল ইসলাম।
দৈনিক দেশজনতা/এন এইচ