২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৫

বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিতদের আগামীকাল ৫টার মধ্যে চূড়ান্ত নিবন্ধনের নির্দেশনা

ঢাকা, ১৬ এপ্রিল, ২০১৭ (বাসস) : বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরে হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামীকাল সোমবার বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রীগণ এবং চলতি ২০১৭ সালে প্রাক-নবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের ক্রমিক নং ১,৪০,৯৯৫ থেকে ২,১৭,২৮৮-এর মধ্যে রয়েছে তাদেরকে আগামীকাল সোমবার বিকেল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।
কোন প্রাক-নিবন্ধিত (সর্বশেষ ক্রমিক নম্বর ২,১৭,২৮৮) হজযাত্রী আগামীকাল ৫ টার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরির (২০১৭ খ্রি.) অনুচ্ছেদের ৩.১.৮ অনুযায়ী পরবর্তী অপেক্ষমান তালিকা হতে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুককে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। এক্ষেত্রে ২,১৭,২৮৮ ক্রমিকের মধ্যে যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তাঁদের ২০১৭ সালের হজের জন্য নিবন্ধনের আর সুযোগ থাকবে না।

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ