১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

শরীয়তপুরে ২০ মণ জাটকা জব্দ, আটক ২

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই বটতলা সড়কে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

আটকরা হলেন, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামের মৃত জুলহাস খার ছেলে ওবায়দুর রহমান (৪০) ও গোসাইরহাট উপজেলার গরীবেরচর ইউনিয়নের জালালপুর গ্রামের মেহের আলী মীরের ছেলে মজিবুর রহমান (৪২)।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ