১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

সৌদি-লেবানন যুদ্ধ শুরু হলে বিপর্যয় নেমে আনবে: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন ও সৌদি আরবের মধ্যকার চলমান দন্দ্ব মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরো বলেন, ‘যদি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’ নিউইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘আমরা সত্যিই অনেক বেশি চিন্তিত এবং আশা করি, পরিস্থিতির আর অবনতি দেখব না। মধ্যপ্রাচ্যে যাতে আর কোনো যুদ্ধ না হয় তা নিশ্চিত করা জরুরি।’

প্রসঙ্গত, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘটনায় লেবানন ও সৌদি আরবের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন। তিনি আরো বলেছেন, সৌদি আরব, লেবানন ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে এবং সংঘাতকবলিত এ অঞ্চলে নতুন করে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হতে দেয়া ঠিক হবে না।

ইরানি গণমাধ্যম পার্স টুডে বলেছে, হারিরির পদত্যাগের ঘটনায় লেবানন সরকার ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সৌদি আরবকে দায়ী করছে। অন্যদিকে, পদত্যাগের সময় হারিরি অভিযোগ করেছেন, ইরান ও হিজবুল্লাহ লেবাননসহ কয়েকটি আরব দেশে হস্তক্ষেপ করছে। এ ছাড়া তার জীবনের শংকাও দেখা দিয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করেছে হিজবুল্লাহ ও ইরান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১০:৫৫ পূর্বাহ্ণ