১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি যুবককে আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশ থেকে জসিম উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয় বলে শনিবার সকালে জানান চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. রাশিদুল আলম। জসিম উদ্দিন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আয়তুল ইসলামের ছেলে।

মো. রাশিদুল আলম বলেন, শুক্রবার বিকালে জসিম উদ্দিন অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে ফেরত চেয়ে পত্র দেওয়ার পর সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ জসিম উদ্দিনকে ফেরত দেয়নি। পতাকা বৈঠকে বিএসএফ জানায়, ভারতের বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতীয় পুলিশের হাতে হস্তান্তর করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ