১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৭

ট্রাম্প-পুতিনের বৈঠক হচ্ছে না: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক:

ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোন বৈঠক হচ্ছেনা বলে স্পষ্ট করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, দু’পক্ষ থেকেই এমন কোনো বৈঠকের বিষয়ে আগে থেকে চূড়ান্ত কথা হয়নি।

ভিয়েতনামের উপকূলীয় শহর দানাংয়ে অ্যাপেক সম্মেলনে বাণিজ্য উন্নয়ন প্রধান এজেন্ডা হিসেবে রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সাইড লাইনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে যাচ্ছে বলে আলোচনা ছড়ায়।

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ