১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

গোলাপগঞ্জে কাভার্টভ্যানে সিলিল্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড

আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জে একটি কাভার্টভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে প্রায় দেড় লক্ষ টাকার মালসহ পুরো গাড়ি পুড়ে ছাই। বিস্ফোরনে কাভার্টভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-০৫৮৫) পুরোপুরি ভূষ্মিভুত হয়ে গেছে। এতে গাড়িতে থাকার ছয়াবিন তেলসহ প্রায় ১২ লক্ষ ক্ষতি সাধিত হয়েছে। তবে এমন ভয়াবহ বিস্ফোরনের ঘটনায় কেউ আহত হননি। রাস্তার দু’পাশে টিলা থাকার বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল কয়েক পরিবার। ঘটনার সংবাদ পেয়ে সিলেট দক্ষিণ সুরমার আলমপুর ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী এসে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্ঠা করলে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই ইউসুফ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখেন। এ সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ভায়া চন্দরপুর-সুনামপুর সড়ক প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সিলেট গোটাটিকর ইন্ডাস্ট্রি এলাকাধীন রনি এডিবল ওয়েল কোম্পানীর একটি কাভার্টভ্যান বিয়ানীাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে উপজেলা ঢাকাদক্ষিণ বাইপাস রোডের কালাই মিয়ার ডাউন নামক স্থানে এসে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে গাড়ির পেছনের পণ্য বোঝাই কেবিন পুরোপুরি বিধ্বস্ত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা রাস্তা উভয় পাশে ছড়িয়ে পড়ে। রাাস্তার দু’পাশে টিলা থাকায় পাশ^বর্তী কয়েকটি বসত ঘর আগুনের কবল থেকে রক্ষা পেলেও, আতংকের সৃষ্টি হয় এলাকাজুড়ে। রাস্তার দু’দিকের বেশ কয়েক গাছপালায় আগুনের পুড়ে যায়। বিকট শব্দের সৃষ্টি ও চারিদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে পুরো এলাকা। ঘটনার সময় ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করা হলে গোটাটিকর ফায়াস সার্ভিসের সাব-অফিসার মিজানুর রহমান দমকল বাহিনী নিয়ে উপস্থিত হয়ে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে রনি এডিবল ওয়েল কোম্পানীর ম্যানেজার মাসুদ রানা প্রতিবেদককে জানান, বিয়ানীবাজার আমাদের কোম্পানীর ডিলার রয়েছে। সেখানেই প্রায় ২শত কার্টুন তেল, যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা নিয়ে রওয়ানা হলে পথিমধ্যে দূর্ঘটনার কবলে পড়ে কোম্পানীর গাড়ি। এতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যেও গাড়ি এবং পণ্যসহ কোম্পানীর ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে গাড়ি ড্রাইভার গোলাপগঞ্জের বারোকুট এলাকার শিহাব উদ্দিনের কোন ক্ষতি হয়নি।
এদিকে দুর্ঘটনায় কবলিত গাড়ির আগুন নিয়ন্ত্রনে আসলেও প্রায় অর্ধ কিলোমিটার সড়ক জুরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছয়াবিন তেল। এতে করে যান চলাচলের বিঘœতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর চলাচলের জন্য অতিরিক্ত সাবধানতার মধ্যে যাতায়াত করছেন। তেল ছড়িয়ে পড়ার কারনে রাস্তা পিছলা হলে এমন ঘটনার সৃষ্টি হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ