১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

সমাবেশ সফলে সহযোগিতা চাইলেন আব্বাস

নিজস্ব প্রতিবেদক:

উস্কানি না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সরকারসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে- আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলতে চাই- বিএনপি কখনো আওয়ামী লীগের মতো উচ্ছৃঙ্খল দল নয়। আপনারা এসব বলে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না।’

তিনি বলেন, ‘সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল সবার কাছেই আমরা সহযোগিতা চাইব, যাতে জনগণের কথাগুলো আমরা সমাবেশে তুলে ধরতে পারি।’

তিনি আরও বলেন, ‘এই সমাবেশের লোক সমাগম দেখে আওয়ামী লীগও একটা পাল্টা সমাবেশ করার চেষ্টা করবে, শোডাউনের জন্য। আমাদের বিষয় এটা নয়। জনগণের যে সমর্থন বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে, তা সরকার দেখবে, দেশবাসী দেখবে।’

সোহরাওয়ার্দী উদ্যান জায়গা সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘এখানে যে জায়গা আছে, এটা আমাদের সমাবেশের জন্য যথেষ্ট নয়। মাঠও বাজে অবস্থায় আছে। যেহেতু বহুদিন পর সমাবেশ হচ্ছে, আমরা সুন্দর-সুশৃঙ্খল একটি সমাবেশ করার চেষ্টা করছি।’

এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি নেত্রী দেশে ফেরার সময় গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল। এজন্য আমরা সরকারের সহযোগিতা চেয়েছি যেন সড়ক ও নৌ পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা না হয়।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ