নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকা থেকে চৈদ্দসা চাকমা (২০) ও চোকলা চাকমা (২২) নামের দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুর দেড়াটার দিকে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই যুবকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো এক যুবক পালিয়ে যায়।
আটকেরা বিশেষ পন্থায় এসব ইয়াবাগুলো বহন করে নিয়ে যাচ্ছিলেন। মাদক ব্যবসায়ী আনোয়ার এবং পালিয়ে যাওয়া যুবককে আটক করতে কাজ করছে পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ