২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

মাশরাফি-শুভাশিসকে সতর্ক করা হলো

ক্রীড়া প্রতিবেদক:

বিপিএলে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে অশোভন আচরণ করায় মাশরাফি বিন মুর্তজা ও শুভাশিস রায়কে সতর্ক করা হয়েছে। শুক্রবার ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে দুই ক্রিকেটার অশোভন আচরণ করেছিলেন। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ জানিয়েছেন, দুই খেলোয়াড় নিজেদের ভুল স্বীকার করেছেন। ম্যাচ শেষে দুই খেলোয়াড়কে ডেকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেছেন, ‘তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করা হয়নি। “সফট ওয়ার্নিং” করা হয়েছে। এটা দুজনের জন্য শেষ সতর্কতা। মাঠে যে ঘটনা ঘটেছে তাতে দুজনেরই অপরাধ ছিল। “হিট অব দ্য মোমেন্টে” ঘটনা ঘটলেও তারা দুজনই নিজেদের ভুল বুঝতে পেরেছে। মাশরাফিকে নিয়ে বলার কিছু নেই। তাকে বোঝানোরও কিছু নেই। শুভাশিসও ভালো। তার পূর্বে শৃঙ্খলা-ভঙ্গের কোনো রেকর্ড নেই। এ কারণে আমরা তাকে সতর্ক করেছি। মাঠের আম্পায়ারদের ধন্যবাদ দিতে চাই। তারা ভালোভাবে পরিস্থিতি সামলে নিয়েছে।’

মাঠে শুভাশিস রায়ের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার কথার লড়াই নিয়ে রীতিমতো ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিস্থিতি শান্ত করতে মাশরাফি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে অনুরোধ করেন। মাশরাফি নিজে শুভাশিসকে ‘সরি’ বলেছেন। শুভাশিসও ভিডিও বার্তায় মাশরাফির কাছে ক্ষমা চেয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ