১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

লালমনিরহাটে হেরোইনসহ বিক্রেতা আটক ১

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটে ৫৩ পুরিয়া হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম আহসান হাবিব, বয়স ৩৮ বছর। শুক্রবার সকালে লালমনিরহাট পৌরসভার আদর্শপাড়া থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর পুলিশ ফাঁড়ির একটি দল ৫৩ পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রেতা হাবিবকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আহসান হাবিব ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ