স্পোর্টস ডেস্ক:
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আজ প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে ইংল্যান্ড। রাত ২টায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি। সরাসরি দেখা যাবে সনি টেন-১ ও সনি টেন-১ এইচডিতে।
তবে ম্যাচের আগে ইনজুরি নিয়ে বিপাকে রয়েছে দুটি দলই। ইতোমধ্যে ইনজুরির কারণে ইংল্যান্ড স্কোয়াড থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন হ্যারি কেন, ডেলে আলী এবং রাহিম স্টারলিংয়ের মতো তারকারা। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ইংল্যান্ড সফরে আসছে ম্যানুয়েল ন্যয়ার, জেরোমে বোয়াটেং ও থমাস মুলারকে স্কোয়াডের বাইরে রেখেই। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে তরুণ মেধাবীদের যাচাই করে দেখার একটি দারুণ সুযোগও সৃষ্টি হয়েছে হেভিওয়েট দল দুটির।
জার্মান মিডফিল্ডার ইকলি গুনডোগান এবং মারিও গোটশে আশা করছেন আসন্ন ম্যাচ দিয়ে জার্মান জাতীয় দলে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। জোয়াকিম লোর বিশ্বকাপ স্কোয়াডে তারা দীর্ঘ সময় ধরে সাইডলাইনেই কাটিয়েছেন।
জার্মান ডিফেন্ডার নিকলাস সুয়েলে বলেন, ‘আমি কখনো সেখানে (ওয়েম্বলি) খেলিনি। এটি বিশ্বের সেরা এবং সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটি। সেখানে খেলতে পারাটা আমার জন্য বিশাল এক অর্জন।’
মিডফিল্ডার ইকলি গুনডোগান এবং মারিও গোটশে আশা করছেন আসন্ন ম্যাচ দিয়ে জার্মান জাতীয় দলে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে। জোয়াচিম লোর বিশ্বকাপ স্কোয়াডে তারা দীর্ঘ সময় ধরে সাইডলাইনেই কাটিয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর