১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:১৯

বাংলাদেশ ভারত মৈত্রী উৎসবে গাইবেন আনিসা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী আনিসা বিনতে আবদুল্লাহ সময়টা বেশ ভালো সময় পার করছেন। সারাদেশে নিয়মিত কনসার্ট, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন আনিসা। আগামি ১৪ নভেম্বর ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে গান গাইবেন তিনি, সেখানে তাকে সম্মাননাও দেয়া হবে।

বিকাল ৫টায় কোলকাতার হো চি মিন সরণির সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এবারের উৎসব শুরু হবে।

এ বিষয়ে আনিসা বলেন, ‘এত বড় একটি অনুষ্ঠানে আমাকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানো হয়েছে , বিষয়টি সত্যি গর্বের। গতবারের মত দুই বাংলার বড় বড় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গাইতে পারব, এটাও একটা আনন্দের বিষয়। আশা করি আমার গান সেখানকার শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’ এবারের ভারত সফর নিয়ে দারুণ উচ্ছসিত আমি।

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কারিগরী শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী পূর্ণেন্দু বসু, খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা, শ্রম মন্ত্রী জাকির হোসেন, কথা সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ,সাংবাদিক রফিকুল আনোয়ার, কণ্ঠশিল্পী নূপুর কাজী, কল্যানী কাজী, চিত্রশিল্পী অজয় সান্ন্যালসহ আরো অনেকে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ