১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাচ্ছে না উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরছে পাকিস্তানে। বিশ্ব একাদশের সাথে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টুয়েন্টি ম্যাচ সফলভাবেই আয়োজন করেছে দেশটি। তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নভেম্বর মাসেই একটি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আয়োজিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে গেছে। ভারতের সংবাদমাধ্যম পিটিআইয়ের সূত্রমতে, নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে রাজি নন উইন্ডিজের ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা কদিন আগে জানিয়েছিলেন লাহোরে প্রচন্ড কুয়াশার কারণে সিরিজটি বাতিল হয়েছে। এবার পিসিবির’ অন্য একটি সূত্র জানিয়েছে উইন্ডিজের কয়েকজন ক্রিকেটারের অনিচ্ছাই সিরিজ বাতিল হওয়ার কারণ, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড খেলোয়াড়দের সাথে সিরিজের বিষয়ে কথা বললে কয়েকজন যেতে অনিচ্ছা প্রকাশ করে। ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর মত সিনিয়র খেলোয়াড়েরা জানিয়েছেন সিরিজের সময় তারা খেলতে পারবেন না। বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কা দলের সফরও কিছু খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দূর করতে পারেনি।’ এদিকে দেশটির খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনও চায় না ক্রিকেট দল পাকিস্তান সফরে যাক, ‘পাকিস্তানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়োগকৃত নিরাপত্তা প্রতিষ্ঠানের রিপোর্ট সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার অ্যাসোসিয়েশনের আপত্তি আছে।’

আরেকটি সূত্র থেকে জানা যায় ২৫ নভেম্বর উইন্ডিজ দল যাবে নিউজিল্যান্ড সফরে। তাই বাতিল করা হয়েছে এই সিরিজটি। এছাড়া গেইল, পোলার্ড, ব্রাভো, কার্লোস ব্রাফেট সহ উইন্ডিজ দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তাই এসময়ে অন্য কোন সিরিজ খেলার জন্য তাদের রাজি হওয়ার সম্ভাবনা কম। কোন বোর্ডই আনুষ্ঠানিক বিবৃতি দেয় নি এখনো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ