১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

এখনো ঘরছাড়া লংগদুর অগ্নিদুর্গতরা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির লংগদুর উপজেলায় ২ জুন স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যার ঘটনাকে কেন্দ্র করে তিনটি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ করে স্থানীয় বাঙালিরা। এ ঘটনায় সরকার ক্ষতিগ্রস্ত ২১২ পরিবারকে বাড়িঘর বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো তার কোনো বাস্তবায়ন হয়নি। ক্ষতিগ্রস্তরা গত চার মাস ধরে ঘরবাড়ি ছাড়া। এর মধ্যে সামনেই আসছে শীত। পরিবার-পরিজন নিয়ে ঘরবাড়ি ছাড়া তিন গ্রামের পাহড়ি পরিবারগুলোর এখন দিন কাটছে অনিশ্চয়তায়।

অন্যদিকে, কিছু ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা সদরের দুটি বিদ্যালয়ে আশ্রয় নিয়ে থাকলেও জেএসসি ও জেডিসি’র পরীক্ষার জন্য অনেককে বিদ্যালয় ছাড়তেও হয়েছে। যারা নিরুপায় হয়ে আছেন তারা আবার গৃহবন্দি। পরীক্ষা শুরু হওয়ার আগে এলাকা ছাড়তে হয়।

লংগদু বালিকা বিদ্যালয়ের অর্ধ নির্মিত ছাত্রী হোস্টেলে অনেকের মতো আশ্রয় নেয়া তিনটিলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুচিত্রা চাকমা বলেন, ‘বাড়ি ঘর হারিয়ে এমনিতে আমরা নিঃস্ব তার উপর এখন আবার গৃহবন্দি। হাতে কোনো টাকা নাই যে ঘরবাড়ি বানিয়ে থাকবো। আবার অন্য কোথায় বাসা ভাড়া নিয়ে থাকবো তারো কোনো উপায় নাই। সরকার বাড়ি বানিয়ে দিবে শুনেছি। কিন্তু সেটা কখন?’

লংগদু উপজেলা জেএসএস’র সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘শীতকাল চলে আসলো। এখনো ক্ষতিগ্রস্তরা গৃহহারা। কখন সরকার ঘর করে দিবে জানি না। এসব মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। কি হচ্ছে, না হচ্ছে এখনো কিছুই জানি না।’

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদি ইমাম বলেন, ‘১৭৬টি বাড়ি কয়টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হবে, সেই বিষয়টি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে এবং ৪টি প্যাকেজে টেন্ডার করার অনুমোদনের জন্য আশ্রায়ণ-২ প্রকল্পে পাঠানো হবে। উপজেলা এলজিইডি অফিসার হঠাৎ বদলী হওয়ার কারণে কাজটি থমকে যায়, পরে এক ভারপ্রাপ্ত দিয়ে কাজ করতে হচ্ছে। আশা করছি প্যাকেজের অনুমোদন পেলেই পরের সপ্তাহে টেন্ডারের জন্য আহ্বান করা যাবে।’

এই বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ‘আর্থিক বিষয়টির স্বচ্ছতা রাখতে কিছুটা দেরি হচ্ছে। কিভাবে কাজটি করলে কাজের স্বচ্ছতা ঠিক থাকতে এবং কাজের গুণগত মানের কথাও আমরা মাথায় রাখছি।’

উল্লেখ্য, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে ১ জুন লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। পরদিন (২ জুন) সকালে নয়নের জানাজা শেষে স্থানীয় বাঙালিদের মিছিল বের হয়। মিছিল থেকে স্থানীয় পাহাড়িদের দোকান, বসত ঘরসহ তিনটি গ্রামের দু’শতাধিক বাড়িঘরে আগুন দেওয়া হয়।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ