২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৪

ভারত থেকে পাচারের আগে সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

বাংলাদেশ পাচারের আগেই বেশকিছু অত্যাধুনিক অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে রয়েছে ৪টি ৭.৬৫ এমএম পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ১৯টি তাজা গুলি। গত মঙ্গলবার গভীর রাতে ভারত-বাংলাদেশ আন্তজাতিক সীমান্তের খুব কাছে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে এই অস্ত্র উদ্ধার করে বিএসএফ। এরপরই তা কালিয়াচক থানার পুলিশের হাতে তা তুলে দেওয়া হয়।

নাম না প্রকাশ করার শর্তে বুধবার বিএসএফ’এর শীর্ষ কর্মকর্তা জানান, ‘সীমান্ত বরাবর চুরিয়ান্তপুর চৌকিতে কর্মরত বিএসএফ’এর ২৪ ব্যাটলিয়নের সদস্যদের কাছে খবর আসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে। এরপরই গত মঙ্গলবার রাতে সীমান্তে ওঁৎ পাতে বিএসএফের একটি বিশেষ দল। এরপর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বাহিনীর সদস্যরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের উভয় পাড়েই কিছু গতিবিধি লক্ষ্য করেন। দেখা যায় ভারতীয় সীমান্তে এক দুর্বৃত্ত সীমান্তের খুব কাছ থেকে একটি প্যাকেট ওপারে ছোঁড়ার চেষ্টা করছে। এরপরই বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ জানালে অন্ধকার, কাদা ভর্তি মাঠের সুযোগ নিয়ে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায় ওই ভারতীয়। ওই প্যাকেটটি বাংলাদেশের দিকে কোন দুর্বৃত্তের হাতে পৌঁছোনোর কথা থাকলেও যদিও তা আর সম্ভব হয়নি।

বিএসএফের ওই কর্মকর্তা আরও জানান, এরপর ওই জায়গায় অভিযান চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করা হয়, তার ভিতর থেকেই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলগুলি খুবই আধুনিক ও উন্নতমানের হলেও সেগুলি পশ্চিমবঙ্গ বা পাশের রাজ্য বিহার বা ঝাড়খন্ডের কোন অবৈধ অস্ত্র কারখানায় সেগুলি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ