১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা ইজতেমা

ধর্ম ডেস্ক :

গোপালগঞ্জে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি জেলা ইজতেমা। মধুমতি নদীর তীরে ৪০ একর জমির উপর নির্মিত হাউজিং প্রকল্পের মাঠে বৃহস্পতিবার সকালে জেলা ইজতেমা শুরু হয়েছে।

ইজতেমায় যোগ দিতে বিভিন্ন এলাকার তাবলিক জামাতের মুসল্লিরা আসতে শুরু করেছেন। তাবলিগ জামাতের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এ ইজতেমা আয়োজন করা হয়েছে। ইজতেমাকে কেন্দ্র করে ময়দান প্রাঙ্গনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশের নামকরা কয়েকজন আলেম এ ইজতেমায় বয়ান দিবেন। গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। ইজতেমা মাঠ এলাকায় প্যান্ডেল, নির্মাণ, সামিয়ানা টাঙ্গানো, অজুখানা, পানি ও বাথরুমসহ সকল ব্যবস্থা করা হয়েছে। পরিবার, দেশ, জাতিসহ বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান মুসুল্লিরা।

ইজতেমাকে কেন্দ্র করে ময়দান প্রাঙ্গণসহ জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরে যাতে যানজটের সৃষ্টি না হয়, মুসুল্লিরাদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য সড়কগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান খান বলেন, ‘ইজতেমা নির্বিঘ্নে শেষ করতে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন।’ দেশ, জাতি ও সারাবিশ্বের মানুষের শান্তি কামনার মধ্য দিয়ে শনিবার শেষ হবে তিন দিনের এই জেলা ইজতেমা।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ