১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

সৌদি জোটের অবরোধে ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে ইয়েমেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ভয়াবহ দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর এই দুর্ভিক্ষের শিকার হবে দেশটির লাখ লাখ মানুষ। সেইসঙ্গে এই দুর্ভিক্ষ গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের অন্যতম হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর বুধবার সাংবাদিকদের এসব বিষয় জানান জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক। যুদ্ধপীড়িত দেশটির ওপর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেওয়ার আহ্বানও জানান জাতিসংঘের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ব্যালিস্টিক ওই ক্ষেপণাস্ত্র আটকে দেয় সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনার পর ইয়েমেনের সঙ্গে আকাশ, স্থল ও নৌপথে অবরোধ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

সৌদি আরব বলছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে এ অবরোধ আরোপ করা হয়েছে। তবে সৌদির এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

২০১৫ সাল থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়ছে ইরান-সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ