২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৭

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় ডিবি (পূর্ব) বিভাগের মতিঝিল জোনাল টিম উত্তর কমলাপুরের রবি হেয়ার ড্রেসার সেলুনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন— হাজী মোজাম্মেল হোসেন (৪২), নূরুল ইসলাম (২৯), মো. হানিফ (৩৫), মো. মাসুম (২৪), মো. তানভীর (২৪), শাহ আলম (২৬), বাবুল (৩২) ও মো. সেহেল (২৫)। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গ্রেফতাররা মাইক্রোবাস নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, শো-রুম ও ব্যাংকে ডাকতি করত।

তিনি জানান, বুধবার সন্ধ্যায়ও তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। কমলাপুরের রবি হেয়ার ড্রেসার সেলুনের সামনে গাড়ি থামিয়ে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশের পোশাক ও দু’টি বেতের লাঠি উদ্ধার করা হয়। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় অস্ত্র ও ভুয়া ডিবি পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির জন্য ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ