১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ‘ফেজ-এ’ মার্চ ২০১৮ সেশনের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর শুক্রবার। রাজধানীর বুয়েট মেইন ক্যাম্পাস, বুয়েট পলাশী ক্যাম্পাস ও ইডেন মহিলা কলেজে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ৬২টি ডিসিপ্লিনে ভর্তির জন্য এক হাজার ৯৯টি আসনের বিপরীতে আট হাজার ১৬২ পরীক্ষার্থী অংশ নেবেন।

অনুষদভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা হলো, মেডিসিন অনুষদে ৪৭৫টি আসনে তিন হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী, সার্জারি অনুষদে ৪৫৯টি আসনে পরীক্ষার্থী তিন হাজার ৩৩৮ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে পরীক্ষার্থী ১১৯টি আসনে ৯৬৩ জন এবং ডেন্টাল অনুষদে ৪৬টি আসনে ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এদিকে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সাথে নেপালের ডেপুটি চিফ মিশন ও মিনিস্টার কাউন্সিল ধন বহাদুর আলী ও সেকেন্ড সেক্রেটারি ডিলী আর্চায়া তার সাথে সাক্ষাৎ করেন। এসময় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে নেপাল থেকে আগত রোগীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এছাড়া কাঠমুন্ডু ইউনিভার্সিটি ছাড়াও সংশ্লিষ্ট মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ