১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিবেদক:

চট্টগ্রামে ২১ বছর আগে করা একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. এরশাদ ও মোছলেম উদ্দিন প্রকাশ বাবুইয়া। তারা জামিন গিয়ে পলাতক রয়েছেন।

জননিরাপত্তা ট্রাইব্যুনালের কৌঁসুলি জাহাঙ্গীর আলমবলেন, ‘এ মামলায় গত তারিখ পর্যন্ত আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার দিন হাজির না থাকায় এবং আসামিরা দণ্ডিত হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে আদালত।’

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আবু তাহেরকে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা করে এরশাদ ও মোছলেম। এ ঘটনায় এরশাদ ও মোছলেমের বিরুদ্ধে তাহেরের বাবা আবুল হাই বাদী হয়ে ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর ডবলমুরিং থানায় হত্য মামলা করেন। মামলা দায়েরের ২১ বছর পর বুধবার রায় ঘোষণা করলেন আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৬:৩১ অপরাহ্ণ