১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

যাত্রাবাড়িতে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে একটি পিকআপ ও ৫৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে যাত্রাবাড়ির মাতুয়াইলের সান্টু ফিলিং ষ্টেশনের সামনের রাস্তায় রাখা একটি পিকআপ থেকে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা (উত্তর) বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ লিটন (৩৩), মোঃ আক্তার হোসেন ওরফে মামুন  (৩৫) এবং মোঃ তারিকুর রায়হান ওরফে রিসাত (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ইউসুফ আলী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৫:০৪ অপরাহ্ণ