২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

এবার টি-২০ থেকে সরে দাঁড়াচ্ছেন ধোনি

স্পোর্টস ডেস্ক:

নতুন ক্রিকেটারদের জায়গা দিতে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিতে বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ। তিনি বলেন, ধোনির শুধু ওয়ানডে ক্রিকেটে থাকা উচিত, টি-টোয়েন্টি থেকে তার সরে দাঁড়ানো দরকার। তাতে নতুন ক্রিকেটার উঠে আসতে পারবে।  রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যায় ভারত। জয় দিয়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৩৭ বলে দুইটি চার আর তিনটি ছক্কায় ৪৯ রান করেন ধোনি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ধোনির স্ট্রাইক রেট ছিল ১৩২-এর ওপরে।

তারপরও ভিভিএস লক্ষ্মণের দাবি, টি-টোয়েন্টি দলে তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার সঠিক সময় এসেছে ধোনির। তাতে ভারতীয় দলের উপকার হবে বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, ‘কোহলির স্ট্রাইক রেট যখন ছিল ১৬০, তখন ধোনির ছিল ৮০। যতদিন খেলবে ততদিন ধোনির চার নম্বরে নামা দরকার। কারণ, তার সেট হতেই সময় বেশি লাগছে। এটা জাতীয় দলের কাম্য নয়। টি-টোয়েন্টিতে সেট হওয়ার প্রশ্নই ওঠে না। এবার বোধহয় ধোনির তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সে ওয়ানডে দলে অপরিহার্য ঠিকই। কিন্তু টি-টোয়েন্টিতে জায়গা ছাড়লে কোনো তরুণের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের সুযোগ আসবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ