১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে স্কুলছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাজেশ মন্ডল (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত ৪ বাসযাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বুধবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজেশ মন্ডল যশোর জেলার শার্শা থানার রামপুর গ্রামের বিষ্ণু মন্ডলের ছেলে এবং রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ নিহত ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতলের মর্গে প্রেরণ করেছে। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি জলাধার থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৩:৪৮ অপরাহ্ণ