১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৪

যশোরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামে মঙ্গলবার রাতে তৃতীয় শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই ধর্ষক শুকুর আলীকে আটক করেছে।

পরিবারটি বলছে, মঙ্গলবার রাত সাড়ে নয় টার দিকে উপেজলার বড় মান্দারতলা গ্রামে শিশুটি প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিবেশী মৃত ইব্রাহিমের ছেলে শুকুর আলী শিশুটিকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে বাড়ি থেকে তার মা ছুটে এলে লম্পট ইব্রাহিম পালিয়ে যায়। শিশুটির মা মাছুরা খাতুন বলেন, ‘আমার মেয়ের চিৎকার শুনে আমি ছুটে যেয়ে বাড়ির পাশের বাগানে মেয়েকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ‘

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার এসএম আক্তার ফারুক জানান, শিশুটির অবস্থা খুব খারাপ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন। শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ওই গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শুকুর আলীকে আটক করা হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ