নিজস্ব প্রতিবেদক:
পরিবহন পুলের ২৮০ জন ড্রাইভার নিয়োগের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে মাস্টার রোলে ও দৈনিক ভিত্তিতে কর্মরত ড্রাইভারদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়লো বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পরিবহন পুলের কমিশনার, বিভিন্ন থানার নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বিএম ইলিয়াস কচি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে দৈনিক মজুরিতে কর্মরত ড্রাইভার সোহেলসহ ৬ জনের পক্ষে রিট আবেদন করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। পরে রিটের শুনানি নিয়ে রুলসহ আদালত উক্ত আদেশ দেন।
আব্দুস সাত্তার পালোয়ান সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন নির্বাহী (ইউএনও) অফিসে মাস্টার রোলে (দৈনিক মজুরিতে কর্মরত ড্রাইভার) নিয়োগ পাওয়া ড্রাইভারদেরকে চাকরি না দিয়ে পরিবহনপুল ২০১৪ সাল থেকে সুকৌশলে ড্রাইভার নিয়োগ দেওয়ার চেষ্টা করে আসছিল। যদিও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সুপারিশ রয়েছে দৈনিক মজুরিতে ভিত্তিতে (মাস্টার রোলে) কর্মরত ড্রাইভার বা কর্মচারীরা সংশ্লিষ্ট অফিসে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এর আগে চলতি বছর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পরিবহন কর্তৃপক্ষ। পরিবহনপুল কর্তৃপক্ষের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে পরিবহনপুলকে বিবাদী করে রিট দায়ের করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। ওই রিটের শুনানি নিয়ে পরিবহনপুলের বিজ্ঞপ্তি ৬ মাসের জন্য স্থগিত করে দেশ দেন। তাই আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ওই ২৮০ জন ড্রাইভারের নিয়োগ পরীক্ষা স্থগিতই থাকছে।
দৈনিক দেশজনতা /এমএইচ