১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

মা-ছেলে ইয়াবা ব্যবসায়ী!

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে চল্লিশ হাজার পাঁচশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মা ঝর্না বেগম (৫০) ও ছেলে সুমন মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব।
ভৈরব র‌্যাব-১৪ এর একটি টহল দল অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে তাদের আটক করা হয়। র‌্যাব কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানায়, ভৈরব র‌্যাব ১৪ একটি টহলদল গোপনে সংবাদের ভিওিতে মরিচাকান্দি গ্রামের কালা মিয়ার বাড়িতে তল্লাশী চালায়। বাড়িথেকে চল্লিশ হাজার পাঁচশ পিচ ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয়।
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যাবসায়ীকে আটক কর হয় । এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ