১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

পুঁতে রাখা প্রবাসীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পরিত্যক্ত একটি বাড়িতে পুঁতে রাখা খোরশেদ আলম (৪৫) নামে এক প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রায়কোট ইউনিয়নের ছুপুয়া গ্রাম থেকে মঙ্গলবার দুপুর ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে মরদেহটি উদ্ধার কাজ শুরু করে পুলিশ। মৃতদেহের সন্ধান পাওয়ার পর স্বামীর বাড়ি ছেড়ে স্ত্রী বাদল বেগম পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, প্রবাস ফেরত খোরশেদ আলম গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে ওই পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহের সন্ধান পান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৯টা থেকে মরদেহ উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১টার দিকে উদ্ধার কাজ শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ