১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

চিটাগংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক:

ইনজুরির কারণে তামিম ইকবালের যে খেলা হচ্ছে এটা জানাই ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাই আগের ম্যাচের মতো আজ মঙ্গলবারও মোহাম্মদ নবীর নেতৃত্বে খেলতে নামলো চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে তারা সিলেট সিক্সার্সের বিপক্ষে হারে ৪ উইকেটে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে তারা। জবাবে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সিলেট। শেষ দিকে ম্যাচে উত্তেজনা ফিরিয়েও জয় তুলে নিতে পারেনি কুমিল্লা। অন্যদিকে চিটাগাং ভাইকিংসের জন্য এটি আসরে নিজেদের প্রথম ম্যাচ। সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদদের দলটিকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ২:১৮ অপরাহ্ণ