১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

ঢাকা পর্ব থেকেই তামিমকে পাওয়ার আশা কুমিল্লার

স্পোর্টস ডেস্ক:

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সব পরিকল্পনার মূলে তিনি। দলের সেরা ব্যাটসম্যান তো বটেই, অধিনায়কও। তবে তামিম ইকবালকে ছাড়াই পঞ্চম বিপিএলের মিশন শুরু করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া চোট থেকে সেরে উঠেননি তামিম। তাকে বাইরে রেখেই তাই কমিল্লা প্রথম ম্যাচটা খেলে ফেলেছে ইতিমধ্যে। আজ মঙ্গলবার খেলবে দ্বিতীয় ম্যাচ। তবে ড্যাশিং এই ওপেনারকে ঢাকা পর্ব থেকেই মাঠে পাওয়ার আশা করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদন এমনটাই বলছে।

বিপিএলে কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচ খেলে সিলেট সিক্সার্সের বিপক্ষে। ৪ উইকেটে হার দিয়ে শুরু হয় তাদের মিশন। আজ মঙ্গলবার বেলা ২টায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে কুমিল্লা। এ ম্যাচেও তামিমের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সোমবার নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তামিম। পরে তামিমের ফেরা সম্পর্কে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন আশা প্রকাশ করেন, ঢাকা পর্ব থেকেই তামিমকে পাওয়ার। সালাউদ্দিন ক্রিকবাজকে বলেন, ‘তার (তামিমের) ফেরার সিদ্ধান্ত নির্ভর করছে সম্পূর্ণ তার নিজের উপর। আমরা কোন কিছুর জন্যই তাকে চাপ দিচ্ছি না। আমরা অপেক্ষা করছি কখন তিনি খেলার জন্য ভালো অনুভব করেন। আমরা আশা করছি ঢাকা পর্বে তাকে পাব। আমরা এই মুহূর্তে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না।’

তবে ক্রিকবাজ তাদের প্রতিবেদনে এমনও বলেছে, তামিমের খেলাটা নাকি সম্পূর্ন বিসিবির ফিজিওর ছাড়পত্রের উপরই নির্ভর করছে। বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে ১১ নভেম্বর থেকে। তামিম দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরির শিকার হন। ইনজুরির কারণে টি-টুয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরে আসেন। দক্ষিণ আফ্রিকায় তিনি একটি টেস্ট আর একটি মাত্র ওয়ানডে খেলেছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ২:০৮ অপরাহ্ণ