২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৭

টি-10 ক্রিকেট খেলবেন ৩ টাইগার

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ক্রিকেটে আসছে নতুন সংস্করণ টি-টেন। আগামী ডিসেম্বরে আরব আমিরাতে বসতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ১০ ওভারের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক, এউইন মরগানদের মতো খেলোয়াড়রা।

এই আসরের নিলাম হয়েছে গত রোববার রাতে। এই নিলামে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটারও। তাঁরা হলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে পাখতুন এবং সাকিবকে নিয়েছে কেরালা কিংস।

এই লিগের প্রতিটি ইনিংস হবে ১০ ওভারে। তাই মোট দৈর্ঘ্য নেমে আসবে ফুটবল ম্যাচের সমান—৯০ মিনিট।

আগামী ডিসেম্বরে বসছে এই আসর। ছয়টি দল এই আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো- মারাঠা অ্যারাবিয়ানস, কেরালা কিংস, পাখতুন, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ও বেঙ্গল টাইগার্স।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ১০:৫০ পূর্বাহ্ণ