১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

মালিতে মাইন বিস্ফোরণ: নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:
মালির উত্তরাঞ্চলে সোমবার যাত্রীবাহী একটি বাস রাস্তা দিয়ে চলাচলের সময় স্থল মাইন বিস্ফোরণে উড়িয়ে যায়। এতে অন্তত চারজন নিহত হয়। পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা একথা জানিয়েছে।
স্থানীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছে, ‘গাও থেকে একশ’ কিলোমিটার দূরে ছোট্ট একটি শহর এনসংগ’র কাছাকাছি মাটির নিচে ওই মাইনটি পোঁতা ছিল।’ এতে একজন কিশোরীসহ অন্তত চারজন বেসামরিক লোক নিহত হয়। তবে আহতরা ভালো আছে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘জঙ্গিরা স্থানীয় জনমনে আতংক সৃষ্টি করতে এসব বোমা পুঁতে রাখে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৯:১৩ অপরাহ্ণ