নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর পায়রায় এবার চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। দুটি ইউনিটে এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা হবে ১৩২০ মেগাওয়াট। এ বিষয়ে চীনের সঙ্গে সম্পাদনের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পায়রায় যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে চীনের নোরিনকো ইন্টারন্যাশনাল এবং এ দেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। দুই দেশের সমান মালিকানায় কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৪০ কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ২০ কোটি। এসংক্রান্ত যৌথ বিনিয়োগ চুক্তি এবং সংঘস্মারক ও সংঘবিধির খসড়া মন্ত্রিসভার অনুমোদন পায়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

