১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

বোনের ঘরে মিলল নিখোঁজ ভাইয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল পৌর এলাকার কাগমারীতে নিখোঁজের চার দিন পর বোনের পরিত্যক্ত ঘর থেকে রুবেল (১৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হন রুবেল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে রুবেলের বড় বোনের পরিত্যক্ত ঘরে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে ঘটনটি ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয় এলাকাবাসী। রুবেল কাগমারী এলাকার নাঠু মন্ডলের ছেলে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। টাঙ্গাইল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ