১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৬

মেয়েদের হকিতেও এশিয়ার সেরা ভারত

নিজস্ব প্রতিবেদক:

ক’দিন আগে বাংলাদেশ থেকে এশিয়া কাপ হকির শিরোপা নিয়ে ফিরেছে ভারত। ১০ বছর পর টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয় তারা। এবার মেয়েদের এশিয়া কাপ হকির শিরোপাও জিতে নিল দেশটি। রোববার টুর্নামেন্টের ফাইনালে চীনকে শ্যুট আউটে ১(৫)-১(৪) গোলে হারায় ভারতের মেয়েরা। ২০০৪ সালের পর ফের মেয়েদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হলো ভারত।

মেয়েদের এই জয়ে হকিতে দারুণ এক কীর্তিই গড়া হলো ভারতের। একই বছর এক সঙ্গে ছেলে ও মেয়ে দুই বিভাগেই এশিয়ার সেরা হলো দেশটি। এর আগে ১৯৯৪ সালে এমন কীর্তি গড়েছিল দক্ষিণ কোরিয়া। ভারত দ্বিতীয় দল হিসেবে সেটি করে দেখালো। এই শিরোপা জয়ে ২০১৮ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের খেলার যোগ্যতাও অর্জন করলো ভারতের মেয়েরা।

মেয়েদের এশিয়া কাপের আসরটি বসেছিল জাপানের কাকামিগাহারা শহরে। ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর মোট ৮ দল নিয়ে হয়েছে এই আসর। ‘এ’ গ্রুপে খেলেছে চীন, সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে খেলেছে স্বাগতিক জাপান, কোরিয়া, থাইল্যান্ড ও কাজাকস্থান। আসরে তৃতীয় হয়েছে কোরিয়া, চতুর্থ জাপান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ