আন্তর্জাতিক ডেস্ক
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা চার্লস পুজদেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। একজন কৌঁসুলির মুখপাত্র বলেন, সোমবার সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কিনা। বিচারক তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিলে বেলজিয়ামকে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দিতে হবে। শুক্রবার ওই পরোয়ানা জারি করা হয়েছিল। অবশ্য আদালত মানবাধিকারের কারণ দেখিয়ে এ পরোয়ানা প্রত্যাখ্যানও করতে পারে। কাতালোনিয়ায় স্বাধীনতার ওপর গণভোটের পর মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করলে পুজদেমন বেলজিয়ামে পালিয়ে যান। ওই গণভোটকে স্পেনের আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে। খবর বিবিসি’র
দৈনিকদেশজনতা/ আই সি