১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

বাড্ডায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নাসিম আহমেদ (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নাসিম বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। তার বাবার নাম আলী আহমেদ সাইফুদ্দিন বলে জানা গেছে। নিহতের নিকটাত্মীয় মো. ইফতেখার  জানান, সকালে নাস্তা শেষে নাসিম রাস্তায় বের হন। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, সকালে বাড্ডা এলাকায় নাসিমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনা হয়।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাসিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়তিদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ১:১১ অপরাহ্ণ