নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বংশাল আগাসাদেক রোডের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অালী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র বলে জানা যায়। আজ সোমবার সকাল ৯টার দিকে আগাসাদেক রোডের ৯৬ নম্বর বসার ৫তলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ আলীর বাবা আফজাল হোসেন জানান, তার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র। বংশাল ওই নিজস্ব বাসার ৫ তলায় থাকতো তারা। সকালে অালী বাসার ছাদে একটি গেঞ্জি শুকাতে দেয়। কিছুক্ষণ পরে সে ছাদে গিয়ে দেখে গেঞ্জিটি বাইরের সানসিটে পড়ে গেছে। এরপর একটি রড দিয়ে গেঞ্জিটি টেনে আনার সময় পাশে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারারের সাথে রডের সংস্পর্শ হয়। এতে স্পৃষ্ট হয়ে সে ছাদের মধ্যে অচেতন হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

