২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৯

জয়ের ধারায় ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক:

শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে এমনটা এখনই বলার সময় আসেনি। তবে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ লিগের শুরুতেই বেশ পিছিয়ে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার চেয়ে। সর্বশেষ লিগ ম্যাচে জিরোনার বিপক্ষে হেরেছিল দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও টটেনহামের বিপক্ষে হার। তবে টানা দুই হারের পর রোববার রাতে জয়ের ধারায় ফিরেছে জিনেদিন জিদানের দল। লা লিগায় লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়ে দলটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে জিদানের দল এদিন দারুণ খেলেছে। শুরুর দিকে গোল মিসের মহড়ায় না মঝলেও জয়ের ব্যবধান আরো বড় হতে পারতো। রিয়ালকে এদিন জয় এনে দিতে গোল ৩টি করেছেন ক্যাসেমিরো, মার্কো অ্যাসেনসিও ও ইস্কো। ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পাননি। তবে ইস্কোর পা থেকে আসা শেষ গোলটির জোগানদাতা সি আর সেভেন। এদিন ম্যাচের ৪১ মিনিটে ক্যাসেমিরোর গোলে প্রথম এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় দর্শনীয় এক গোলে অ্যাসেনসিও ব্যবধান দ্বিগুন করেন। ৭৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন ইস্কো।

এই জয়ে ১১ ম্যাচে ৭ জয়, ২ ড্র ও ২ হারে ২৩ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে রিয়াল। সমান খেলায় বার্সেলোনার পয়েন্ট ৩১। লিগে এখনো পর্যন্ত অপরাজিত বার্সা। ১০ জয়ের সঙ্গে ১টি ড্র। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে লা লিগায় রোববারের অন্য ৩ ম্যাচের মধ্যে লেভেন্তেকে ২-১ গোলে হারিয়েছে জিরোনা। সেল্টা ভিগো ৩-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। ভিয়ারিয়ালের কাছে মালাগা হেরেছে ২-০ গোলে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ