১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

৩০ মিনিটে যুক্তরাষ্ট্র, ১০ মিনিটে জাপান

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের একটা ঠাণ্ডা নির্দেশে মাত্র ৩০ মিনিট সময়ের ভেতর ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্র৷ উত্তর কোরিয়ার মিসাইলের আঘাতে গুঁড়িয়ে যাবে ওয়াশিংটন, গুয়াম, সানফ্রানসিসকো। এমনই খবর দিচ্ছে সংবাদ সংস্থা এপি। তাদের দাবি, কিমের পরমাণু হামলার সম্ভাবনায় চিন্তিত সমগ্র আন্তর্জাতিক মহল।

রবিবার কোরিয়ার জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। গবেষকদের দাবি, এটাই নাকি ভয়ঙ্করতম মিসাইল। কোথায় কোথায় ওই মিসাইল পৌঁছতে পারে সে নিয়ে হিসেব-নিকেশ কষেছেন অনেকেই।

জানা গেছে, এই মিসাইল নাকি পৌঁছে যেতে পারে একেবারে মার্কিন মুলুক পর্যন্ত। সেই সূত্র ধরে কিছু গবেষকের দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মাত্র আধঘণ্টা সময় পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই প্রবল ধ্বংসাত্মক রূপ নিয়ে সেই মিসাইল আছড়ে পড়বে মার্কিন মুলুকে৷ মার্কিন রাজধানীর বুকে উত্তর কোরিয়ার এই মিসাইল আছড়ে পড়তে সময় নেবে ৩০-৩৯ মিনিট। ফলে চিন্তা বাড়ল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রালয়ের।

১০ মিনিটেই নিশ্চিহ্ন হবে জাপান-

গবেষকদের আরও দাবি, মাত্র দশ মিনিটে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে জাপানের রাজধানী টোকিও। সর্বাধিক ১১ মিনিট সময় লাগতে পারে। এমনই হামলার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। পরিস্থিতি বুঝে পাল্টা প্রতিরোধে যাচ্ছে জাপান সরকার। উত্তর কোরিয়ায় হামলা চালানোর জন্য পাল্টা মিসাইল তৈরি রাখা হয়েছে।

দেশ জনতা/এন এইচ

প্রকাশ :মে ১৭, ২০১৭ ১১:১৫ পূর্বাহ্ণ