২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

রূদ্ধশ্বাস জয়ে উড়ছে সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক:

 বিপিএলের পঞ্চম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নাসির হোসেনের দল সিলেট সিক্সার্স। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারানো পর আজ রবিবার দিনের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে।

শেষ ওভারে জয়ের জন্য ৬ বলে ১০ রান প্রয়োজন সিলেট সুরমা সিক্সার্সের। বল হাতে এসে প্রথম বলেই শুভাগত হোমকে বোল্ড করে আনন্দে মেতে উঠলেন ডিজে ব্রাভো।

কিন্তু পরের বলেই সেই হাসিমুখ মলিন হয়ে গেল ব্রাভোর। নুরুল ইসলাম সোহান যে প্রথম বলটাকেই ওভার বাউন্ডারি মেরে সীমানা পার করেছেন। আর শেষ মুহূর্তে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে চরম নাটকীয় জয় পেল সিলেট। ফলে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধার ধরে রাখল স্বাগতিকরা।

এর আগে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ব্যাটিংয়ে পাঠান নাসির। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে কুমিল্লা। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মারলন স্যামুয়েলস। সিলেটের হয়ে ২টি করে উইকেট নেন তাইজুল ও সান্তকি ১টি করে পান নাসির ও প্লাঙ্কেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে সিলেটকে দারুণ সূচনা এনে দেন উপুল থারাঙ্গা ও অান্দ্রে ফ্লেচার।

৭৩ রানে ফ্লেচার আউট হলে খেই হারিয়ে বসে সিলেট। একে একে ফিরে যান থারাঙ্গা, সাব্বির, নাসির হুইটলি ও শুভাগত হোম। তবে শেষ রক্ষা করলেন সোহান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৭:১৬ অপরাহ্ণ