১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

সিলেটের ১৪৬ রানের লক্ষ্যে দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক:

ঠিক আগের দিন ঢাকায় ডায়নামাইটসের বিপক্ষে যেখানে খেলাটা শেষ করেছিল সিলেট সিক্সার্স, রোববার দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই শুরু। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে আগের দিনের মতোই উজ্জ্বল দলটি। আগে বল করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানের বেশি করতে দেয়নি কুমিল্লাকে। জবাব দিতে নেমে দুই ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে দারুণ শুরু করেছে স্বাগতিক দল। ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৭ রান যোগ করেছেন তারা। থারাঙ্গা ১৫ ও ফ্লেচার খেলছেন ৩০ রান নিয়ে।

এর আগে টস হেরে আগে ব্যাট করে মারলন স্যামুয়েলসের ৬০, অলক কাপালির ২৬ ও লিটন দাসের ২১ রানে ভর করে ৬ উইকেটে ১৪৫ রান করে কুমিল্লা। সিলেটের বোলাররা শুরু থেকেই দলটাকে চাপে রেখেছিল। যে কারণে বড় স্কোর গড়তে পারেনি দলটি। সিলেটের পক্ষে ক্রিশমার সান্টোকি ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ১ টি করে উইকেটে পেয়েছেন নাসির ও প্লানকেট।

সংক্ষিপ্ত স্কোর :

কমিল্লা ভিক্টোরিয়ান্স : ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ ( লিটন দাস ২১, ইমরুল কায়েস ১২, মারলন স্যামুয়েলস ৬০, জস বাটলার ২, অলক কাপালি ২৬, মোহাম্মদ নবী ৫, ডোয়াইন ব্রাভো ১১*, সাইফ উদ্দিন ১*; নাসির ১/১৮, সান্টোকি ২/৩০, প্লানকেট ১/৩১, তাইজুল ২/২২)।

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৫:০১ অপরাহ্ণ