দেশজনতা ডেস্ক :
সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক ফারুক আহমদ চৌধুরী আর নেই । বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বাধীনতার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভাষা ও আচরণ নির্ধারণে তার বিশেষ অবদান রয়েছে। ফারুক চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১৪ জানুয়ারি সিলেট জেলার করিমগঞ্জে। তার শৈশব কেটেছে বৃহত্তর সিলেটে ও ভারতের বর্তমান মেঘালয় ও আসামরাজ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করে ১৯৫৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।১৯৭৬ সালে আবুধাবিতে, ১৯৭৮ সালে বেলজিয়ামে, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।তিনি ১৯৮৪ সালে দেশের পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ছোটবেলা থেকেই লেখালেখিতে তিনি যুক্ত ছিলেন। তার প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের বালুকাবেলায়’ বইটি বাংলা গদ্যসাহিত্যের অনন্য সংযোজন। সাহিত্য লেখার জন্য ২০১৫ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, এছাড়া আইএফআইসি পুরস্কার পেয়েছেন।তার প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- দেশ দেশান্তর, প্রিয় ফারজানা, নানাক্ষণ নানাকথা, স্বদেশ স্বকাল স্বজন, সময়ের আবর্তে ইত্যাদি।
দৈনিক দেশজনতা/এমএইচ