২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫০

মিয়ানমারকে চাপ দিতে কমনওয়েলথভুক্ত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে ও নির্যাতন বন্ধে মিয়ানমারকে চাপ দিতে কমনওয়েলথভুক্ত এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত এমপিদের সম্মেলন উদ্বোধনের পর দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্যাতনের মুখে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, মিয়ানমারকে আপনারা চাপ দিন যাতে নির্যাতন বন্ধ করে আশ্রিত রোহিঙ্গদেরকে ফেরত নেয়।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে যখন পুনর্গঠনের কাজ শুরু করেন তখনই স্বপরিবারে তাকে হত্যা করা হয়। শেখ হাসিনা বলেন, আমিও ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়েছি। ৬ বছর পর দেশে এসেও জেল-জুলুমের শিকার হয়েছি। তিনি বলেন, ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা মীমাংসা করেছি। আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত করেছি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ